Apr 27, 2013

ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই

বাংগালী নাকি ফ্রী পাইলে আলকাতরা খাইতে রাজি আছে , আসলেই কি তাই , হয়ত , যাই হোক জিপি রে এমন কইরা বাশ আমরা যদি বার বার দিতে পারতাম তাহলে মনটা খুব খুশি খুশি থাকত বলেই আমার মনে হয়

এবার আসল কথায় আসি , গত রাত থেকে টেকটিউনে আমি একটা পোষ্ট নিয়ে আপডেট পেলাম আজ, আর পোষ্ট টা কি সেটা নিশ্চয় বুঝতে পারছেন , হা আমি গ্রামীন ফোনের ফ্রীতে ২০ টি এস এম এস প্রতিদিন পাঠানোর কথাটাই বলছিলাম , যাই হোকটিউনার রহস্যময় অভিযাত্রীর এই পোষ্ট টা দেখেই শিখে নিলাম কেমনে ফ্রী খাওয়া যায় তবে তার টিউনে আমার বোধগম্য কিছুটা হইছে কিন্তু আমার ২ বন্ধু আল্লাহর রহমতে কিছুই বুঝে নাই , এখন আবার একজন ফ্রী খাইবার জন্য আমারে ধরছে তাই বিস্তারিত লিখলাম এখানে , জনাব রহস্যময় অভিযাত্রী প্লিজ ডোন্ট মাইন্ড


যাই হোক আপনাদের যা করতে হবে এবার বলি.....


১ম ধাপ : এইখানে একটা গুতা মাইরা চলে যাবেন গ্রামীন ফোনের আলো আসবেই নামের ওয়েব সাইটে তারপর আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলা দিয়া খাটি বাংলায় রেজিস্টার মানে বুঝেন তো নিবন্ধন করবেন
এই ছবির মত করে

২য় ধাপ : রেজিস্ট্রেশন করা শেষ ? হুমম বুঝলাম আপনে রেজিস্টার করছেন জিপির ফ্রী মাল খাইবার, এখন আপনার মেইল বক্স থাইকা কি করতে হবে জানেন ? জী আপনে এখন আপনার আইডি একটিভ করবেন , আপনার পাসোয়ার্ড আপনার মেইলেই পাঠানো হবে এর পর আপনি সেই পাসোয়ার্ড দিয়া আলো আসুক আর নাই আসুক "আলো আসবেই" নামের ওয়েব সাইটে লগিন করবেনএইখানে গুতা দিয়া


৩য় ধাপ : কাম সারছে আপনি দেখি আলোআসবেই টে লগিন করে ফেলেছেন , এবার আপনাকে যা করতে হবে.... , হুমম লগিন শেষে আপনার প্রোফাইল এডিট করতে চলে যান , তারপর নিচে আপনার পাসোয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন নিজের বাপের সাইট মনে করে । মনে রাখবেন পাসোওয়ার্ড অবশ্যই আপারকেস এবং লোয়ার কেস লেটার অথবা লেটার এবং ডিজিট দিয়ে করতে হবে , ব্যস পরিবর্তন শেষে এইবার আপনার মোবাইল নাম্বার টা যেগ করবেন যেভাবে , নিচের ছবির মত যায়গায় ক্লিক মারেন
মানে ডেভলোপার টেস্ট ফোন নামের যায়গায় ক্লিক করে কান্ট্রিকোড সহ আপনার মোবাইল নাম্বারটি যেটি দিয়ে আপনি ফ্রী এস এম এস পাঠাবেন সেটি লিখুন এবং নিচে সেভ বাটনে গুতা দিবেন

এবার আপনার মোবাইলে কনফার্ম কোড টি আসবে সেই কোড টা বসাতে নিচের ছবির মত যায়গা পাইছেন না ? হুমম সেইখানে ক্লিক মারেন ব্যস , আপনার মোবাইল নাম্বার টি একটিভেট হয়ে গেল


৪র্থ ধাপ :
হুমম বুঝলাম ফ্রী খাইবার জন্য আপনার আর তর সহ্য হইতেছে না, হোক এইবার একটুসখানি কাম করবেন সেটা হচ্ছে এইখানে গুতা মাইরা সফট খানা ডাউনলোড করে নিবেন এবার খেয়াল করুন আপনার পিসি তে মানে যে উইন্ডোজ ব্যবহার করছেন সেখানে ডটনেট ফার্মওয়ার ২.০ অঠবা এর থেকেও পরের টা সেটাপ দেয়া আছে কিনা , আর যদি না থাকে তাহলেএই খানে গুতা মাইরা 4.0 ভারশন নামাইয়া নিতে পারেন , আর যদি ভিস্তা অথবা সেভেন মানে উইন্ডোজ সেভেন ব্যবহার করে থাকেন তাহলে নো টেনশন , সফট খানা সেটাপ মাইরা ওপেন করেন এর পর যা যা করবেন সেটা হচ্ছে আপনার ইউজার নেম , পাসোয়ার্ড এবং যে নাম্বার টা দিয়া রেজিস্টার করেছেন সেটা ডিন । এইবার যা করবেন যেই নাম্বারে আলকাতরা মানে ফ্রী এস এম এস পাঠাবেন সেটা ডেস্টিনেশন নাম্বারে বসাবেন , এখেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারের কান্ট্রি কোড দিতে হবে না , মানে +৮৮ দেবার কোনই দরকার নাই


অনেক কাজ করলেন ২০ টা ফ্রী এস এম এস পাঠাইতে , উমম , কট কষ্ট রে , একবারেই তো করতে হবে আর না , হোক এবার আপনি শুধুই ডেস্টিনেশন নাম্বার টা চেন্জ করবেন আর ফ্রী এস এম এস পাঠাইবেন


খরচের কথা বলি , আসলে মেসেজ দিতে এক টাকাও কাটে না, বিশ্বাস না হইলে আমার করার কিছুই নাই, যদি আপনার নেট আনলিমিটেড অথবা ১ জিবি মানে একটা প্যাকেজ এর আওতায় থাকে আর কি , তবে যদি পি১ হয়ে থাকে তাইলে টেকা কাটবে, এতে আমার কিছুই করার নাই , বুঝলেন ? আসলে নেট ইউজ করতে যত টাকা কাটবে সেটাই শেষ , আর কোন খাতে কাটবে না

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test