এবার আসল কথায় আসি , গত রাত থেকে টেকটিউনে আমি একটা পোষ্ট নিয়ে আপডেট পেলাম আজ, আর পোষ্ট টা কি সেটা নিশ্চয় বুঝতে পারছেন , হা আমি গ্রামীন ফোনের ফ্রীতে ২০ টি এস এম এস প্রতিদিন পাঠানোর কথাটাই বলছিলাম , যাই হোকটিউনার রহস্যময় অভিযাত্রীর এই পোষ্ট টা দেখেই শিখে নিলাম কেমনে ফ্রী খাওয়া যায় তবে তার টিউনে আমার বোধগম্য কিছুটা হইছে কিন্তু আমার ২ বন্ধু আল্লাহর রহমতে কিছুই বুঝে নাই , এখন আবার একজন ফ্রী খাইবার জন্য আমারে ধরছে তাই বিস্তারিত লিখলাম এখানে , জনাব রহস্যময় অভিযাত্রী প্লিজ ডোন্ট মাইন্ড
যাই হোক আপনাদের যা করতে হবে এবার বলি.....
১ম ধাপ : এইখানে একটা গুতা মাইরা চলে যাবেন গ্রামীন ফোনের আলো আসবেই নামের ওয়েব সাইটে তারপর আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলা দিয়া খাটি বাংলায় রেজিস্টার মানে বুঝেন তো নিবন্ধন করবেন
২য় ধাপ : রেজিস্ট্রেশন করা শেষ ? হুমম বুঝলাম আপনে রেজিস্টার করছেন জিপির ফ্রী মাল খাইবার, এখন আপনার মেইল বক্স থাইকা কি করতে হবে জানেন ? জী আপনে এখন আপনার আইডি একটিভ করবেন , আপনার পাসোয়ার্ড আপনার মেইলেই পাঠানো হবে এর পর আপনি সেই পাসোয়ার্ড দিয়া আলো আসুক আর নাই আসুক "আলো আসবেই" নামের ওয়েব সাইটে লগিন করবেনএইখানে গুতা দিয়া
৩য় ধাপ : কাম সারছে আপনি দেখি আলোআসবেই টে লগিন করে ফেলেছেন , এবার আপনাকে যা করতে হবে.... , হুমম লগিন শেষে আপনার প্রোফাইল এডিট করতে চলে যান , তারপর নিচে আপনার পাসোয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন নিজের বাপের সাইট মনে করে । মনে রাখবেন পাসোওয়ার্ড অবশ্যই আপারকেস এবং লোয়ার কেস লেটার অথবা লেটার এবং ডিজিট দিয়ে করতে হবে , ব্যস পরিবর্তন শেষে এইবার আপনার মোবাইল নাম্বার টা যেগ করবেন যেভাবে , নিচের ছবির মত যায়গায় ক্লিক মারেন
এবার আপনার মোবাইলে কনফার্ম কোড টি আসবে সেই কোড টা বসাতে নিচের ছবির মত যায়গা পাইছেন না ? হুমম সেইখানে ক্লিক মারেন ব্যস , আপনার মোবাইল নাম্বার টি একটিভেট হয়ে গেল
৪র্থ ধাপ :
অনেক কাজ করলেন ২০ টা ফ্রী এস এম এস পাঠাইতে , উমম , কট কষ্ট রে , একবারেই তো করতে হবে আর না , হোক এবার আপনি শুধুই ডেস্টিনেশন নাম্বার টা চেন্জ করবেন আর ফ্রী এস এম এস পাঠাইবেন
খরচের কথা বলি , আসলে মেসেজ দিতে এক টাকাও কাটে না, বিশ্বাস না হইলে আমার করার কিছুই নাই, যদি আপনার নেট আনলিমিটেড অথবা ১ জিবি মানে একটা প্যাকেজ এর আওতায় থাকে আর কি , তবে যদি পি১ হয়ে থাকে তাইলে টেকা কাটবে, এতে আমার কিছুই করার নাই , বুঝলেন ? আসলে নেট ইউজ করতে যত টাকা কাটবে সেটাই শেষ , আর কোন খাতে কাটবে না
0 comments:
Post a Comment