Apr 28, 2013

ফ্রী এসএমএস পাঠান ইন্টারনেট থেকে

এখন আর মোবাইল থেকে এসএমএস করে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই,কারণ ইন্টারনেট থেকেই পাঠাতে পারবেন ফ্রী এসএমএস,তাও আবার যত খুশি তত।

কীভাবে করবেন?

খুব সোজা।চলে যান এই ওয়েবসাইটেঃ লিংক ক্লিক করুন

তারপর মোবাইল নাম্বার লিখুন,যেমন ৮৮০১৭১.........
যেই নাম্বারই লিখুন না কেন তার আগে ৮৮ দিতে হবে।


তারপর মেসেজ লিখে ফেলুন ১৬০ ক্যারেক্টারের মধ্যে।মেসেজ লিখতে হবে ইংলিশে।

এরপর ভেরিফিকেশন কোড এন্টার করে সেন্ড ক্লিক করুন।আপনার করা এসএমএসটি কাংখিত মোবাইল নাম্বারে চলে যাবে।

একই ভাবে বিদেশেও ফ্রী ইন্টারন্যাশনাল এসএমএস পাঠানো যাবে।

এই ওয়েবসাইট দিয়ে বাংলাদেশের যেকোনো জিপি,একটেল,বাংলালিংক আর ওয়ারিদ নাম্বারে ফ্রী এসএমএস করা যাবে।টেলিটক নাম্বারে এই ওয়েবসাইট দিয়ে এসএমএস করা যায় না,আর সিটিসেল নাম্বারে এসএমএস করা যায় কিনা,তা আমি জানি না,সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন।


আশা করি এই ওয়েবসাইটটি কারো না কারো কাজে আসবে।

সবাইকে ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।


শারিফ শাব্বির

ইমেইলঃ sharif_shabbir@yahoo.com
টুইটারঃ http://www.twitter.com/kliptu
ফেইসবুকঃ http://www.facebook.com/kliptu
ওয়েবসাইটঃ
http://www.bdbuzz.tk
http://www.bdlinks.tk
http://www.kotharbuli.tk

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test